অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয়ের সম্মুখে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

অগ্রণী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের প্রবেশপথের মুখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। ২৪ আগস্ট ২০২২ ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের শেষ কর্মদিবসে ম্যুরালটি উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। এসময় উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজী, মো. আনোয়ারুল ইসলাম ও মো. মনিরুল ইসলামসহ নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ম্যুরালটি ১৬ ফুট ৮ ইঞ্চি উঁচু ও ১৩ ফুট ১০ ইঞ্চি প্রস্থের। মূল ম্যুরালটি খোদাই করা বিভিন্ন রঙের টাইলস দিয়ে এবং এর ফ্রেমটি মার্বেল পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে । ম্যুরালের নিচের দিকে পানির ফোয়ারার সাথে লাইটিং এর ব্যবস্থা রয়েছে। ম্যুরালে বঙ্গবন্ধুর নিজ হাতের লেখা একটি বাণী উদ্ধৃত রয়েছে Great things are achieved through great sacrifice. ম্যুরালটি নির্মাণের ধারণা দেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এবং নির্মাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর এবং ভাস্কর আনিসুজ্জামান। বাংলাদেশের কর্পোরেট পরিমন্ডলে এই ম্যুরাল স্থাপন স্বাধীনতার মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের এবং অনুকরণীয় দৃষ্টান্ত।