শোকের মাসের শেষদিনে অগ্রণী ব্যাংকে দোয়া মাহফিল
জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেডে ৩১ আগস্ট মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অগ্রণী ব্যাংক জাতীয় শোক দিবস পালন পরিষদ আয়োজিত প্রধান কার্যালয়ের নামাজ ঘরে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। এসময় উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজী, মো. আনোয়ারুল ইসলাম ও মো. মনিরুল ইসলামসহ মহাব্যবস্থাপক, নির্বাহীগণ, সিবিএ-এর নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।