ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

অগ্রণী ব্যাংকে ব্যবসায়িক পর্যালোচনা সভা

অগ্রণী ব্যাংক লিমিটেডের ঢাকাস্থ কর্পোরেট শাখা এবং ঢাকা সার্কেল-১ এর অধীন শাখা সমূহের প্রধান ও ব্যবস্থাপকদের অংশগ্রহণে ২০২২ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন সম্পর্কিত এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ১০ সেপ্টেম্বর ২০২২ অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এবিটিআই) কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক-২ মো.আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপকবৃন্দ, কর্পোরেট শাখা প্রধান এবং অঞ্চল প্রধানগণ।
২০২২ সালের সকল ব্যবসায়িক সূচকসমূহের লক্ষ্যমাত্রা অর্জনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে আগামী ডিসেম্বরের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট কর্পোরেট শাখা প্রধান এবং ব্যবস্থাপকগণকে নির্দেশনা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর বৈদেশিক রেমিট্যান্স আহরণ, রপ্তানি বৃদ্ধি, সুদবিহীন ও স্বল্প সুদবাহী আমানত সংগ্রহ এবং শ্রেণীকৃত ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও সভায় সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই ঋণ বিতরণের উপর জোর দেয়া হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.