নবীন উদ্যোক্তার মাঝে অগ্রণী ব্যাংকের তাৎক্ষণিক ঋণ বিতরণ
২৯ অক্টোবর ২০২২, শনিবার ADB এর অর্থায়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত Enterpreneurship Development Program & Open Loan Disbursment Ceremony-এ ‘‘উদ্যোগ সফলতায় ১০০ ঘন্টা’’ শীর্ষক পুস্তকের মোড়ক উন্মোচন এবং নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ এ. কে. এন আহমেদ অডিটোরিয়াম, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (মিরপুর-২)-এ অনুষ্ঠিত হয়। সরকারের অর্থ বিভাগের আওতাধীন Skills for Employment Investment Program (SEIP) প্রকল্পের অধীনে বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট কতৃর্ক ২৩টি তফসিলি ব্যাংকের ২৯টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দেশব্যাপী চলমান উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের আওতায় উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর আব্দুর রউফ তালুকদার, বিশেষ অতিথি ছিলেন SEIP প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক মো. এখলাছুর রহমান এবং সভাপতিত্ব করেন ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী এবং হেড অব এসএমইগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অগ্রণী ব্যাংক লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর, মহাব্যবস্থাপক (ক্রেডিট) ড. মো. আব্দুল্লাহ আল মামুন এবং হেড অব এসএমই মো. এনামূল কবির উপস্থিত ছিলেন। মাননীয় গভর্নর কর্তৃক প্রকল্পের অধীনে অগ্রণী ব্যাংকের মাধ্যমে ৫ জন নবীন উদ্যোক্তার মাঝে তাৎক্ষণিকভাবে ঋণ বিতরণ করা হয়। এ প্রকল্পের আওতায় বর্তমানে মোট ২৫ জন নবীন উদ্যোক্তাকে অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটউট, সিলেটে প্রশিক্ষণ দেয়া হচ্ছে, যা আগামী ০৩/১১/২০২২ তারিখে সমাপ্ত হবে।