উজ্জীবিত অগ্রযাত্রা-২০২২: রংপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক মতবিনিময় সভা
উজ্জীবিত অগ্রযাত্রা-২০২২ শিরোনামে ১০১ দিনের কর্মপরিকল্পনার সফল বাস্তবায়নের লক্ষ্যে রংপুর সার্কেলের উদ্যোগে ৪ নভেম্বর ২০২২ মহানগরের সেন্ট্রাল রোডস্থ হোটেল নর্থ ভিউ-এ ব্যবসায়িক মতবিনিময় সভা ও মিট দ্য বরোয়ার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক বাহারে আলমের সভাপতিত্বে এসময় উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক (আইডি) মো. মোজাম্মেল হোসেন, মহাব্যবস্থাপক (ক্রেডিট) ড. মো. আব্দুল্লাহ আল মামুন সহ রংপুর সার্কেলাধীন রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও অঞ্চলের অঞ্চল প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী, শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহক ও ঋণ গ্রহীতাগণ উপস্থিত ছিলেন। সভায় মো. মুরশেদুল কবীর আমানত সংগ্রহ, ভালো ঋণগ্রহীতা নির্বাচন করে ঋণ প্রদান, বৈদেশিক রেমিট্যান্স আহরণ, রপ্তানি বৃদ্ধিকল্পে রপ্তানীকারকদের সহযোগিতা, সুদ বহির্ভুত আয় বৃদ্ধি ছাড়াও শ্রেণীকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়, নিরীক্ষা আপত্তি হ্রাস ও উত্তম গ্রাহক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে রংপুর সার্কেলের সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।