ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন শ্যামল কৃষ্ণ সাহা

অগ্রণী ব্যাংক লিমিটেডে ২৪/১১/২০২২ তারিখে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন শ্যামল কৃষ্ণ সাহা। এর আগে তিনি জনতা ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৯ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংক লিমিটেডে যোগদান করেন। সেখানে দীর্ঘ ৩৩ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান হিসেবে রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, কমন সার্ভিস ডিভিশন, মনিটরিং এন্ড কমপ্লায়েন্স ডিভিশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ক্যামেলকো, সিআরও, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান, মহাখালী কর্পোরেট শাখার প্রধান এবং বিভিন্ন এরিয়ার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং হিউম্যান রিসোর্সেস ডিভিশন, বৈদেশিক বাণিজ্য বিভাগ, রির্সাচ এন্ড প্ল্যানিং ডিভিশন, অডিট এন্ড ইন্সপেকশন ডিভিশনে কর্মরত ছিলেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। শিক্ষাজীবনে শ্যামল কৃষ্ণ সাহা কৃষি বিষয়ে স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি এবং এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ঘোনাবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.