উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেলেন ড. মো. আব্দুল্লাহ আল-মামুন
অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২১/১১/২০২২ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অগ্রণী ব্যাংকের ড. মো. আব্দুল্লাহ আল-মামুনকে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি প্রদানপূর্বক জনতা ব্যাংক লিমিটেডে পদায়ন করা হয়েছে। তিনি মহাব্যবস্থাপক হিসেবে অগ্রণী ব্যাংকের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশন, আন্তর্জাতিক বিভাগ, ট্রেজারি বিভাগ, এসমএই, আরসিডি, এসএফডি, ই এন্ড ইডি, পিসিএসডি (কমন ও প্রিন্টিং), সিপিসিআরএমডি; ঢাকার আমিন কোর্ট, গুলশান, বনানী এবং মহাখালী কর্পোরেট শাখা ঢাকার দায়িত্বে ছিলেন। ড. মামুন নেপাল, মালয়েশিয়াসহ দেশে-বিদেশে ব্যাংকিং পেশায় প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন। তিনি ১৯৮৭ সালে বিআইটি খুলনা (বর্তমানে কুয়েট) থেকে কৃতিত্বের সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ‘দি ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ’ বিষয়ে আমেরিকান ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া থেকে ২০১৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ২০০৬ সালে এমবিএ (ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স বিষয়ে) করেন। অগ্রণী ব্যাংকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা প্যাকেজ সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে পর্ষদ থেকে প্রশংসাপত্র প্রদান করা হয়। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কলিয়ারচর গ্রামে ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন।