মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেলেন মো. আবু হাসান তালুকদার
মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেলেন মো. আবু হাসান তালুকদার। তিনি ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে যোগদান করেন। প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান হিসেবে তিনি সিপিসিআরএমডি, অডিট কমপ্লায়েন্স ডিভিশন (বহি.) এবং চট্টগ্রাম পূর্ব ও পার্বত্য, টাঙ্গাইলের অঞ্চল প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি দেশে ও বিদেশে প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ হতে স্নাতকোত্তর। এছাড়াও তিনি এমবিএ ডিগ্রিধারী। ব্যাংকিং পেশার পাশাপাশি তিনি কবিতা, গল্প লেখা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কর্মের সাথে যুক্ত আছেন। তার সম্পাদিত ‘অগ্রণী ব্যাংক পরিবার : মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’ গ্রন্থটি মুক্তিযুদ্ধের প্রাতিষ্ঠানিক ইতিহাস চর্চার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক। তিনি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ভুক্তা গ্রামে জন্মগ্রহণ করেন।