মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ ইউছুফ খান

মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেলেন প্রকৌশলী মোহাম্মদ ইউছুফ খান। তিনি ১৯৮৯ সালে সিনিয়র অফিসার (টেকনিক্যাল) হিসেবে অগ্রণী ব্যাংকে যোগদান করেন এবং উপমহাব্যবস্থাপক হিসেবে প্রধান কার্যালয়ে এস্টাব্লিশমেন্ট, ইন্ড্রাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশন-২, চট্টগ্রাম উত্তর ও কুমিল্লা অঞ্চলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কয়েকটি শাখার ব্যবস্থাপক ছিলেন।
মোহাম্মদ ইউছুফ খান চুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল)-এ স্নাতক। তিনি চট্টগ্রামের দোহাজারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বড় মেয়ে ৩৯তম বিসিএসে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করে দৌলতপুরের শায়েস্তাগঞ্জে কর্মরত, মেজো মেয়ে চুয়েট মেকাট্রনিক্স এ্যন্ড আইপি বিষয়ে স্নাতক (সম্মান) চূড়ান্ত বর্ষে অধ্যয়নরত এবং ছোট মেয়ে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত।