জুম প্লাটফরমে ই-ফাইল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা ২০২২-২৩ অনুযায়ী অগ্রণী ব্যাংকের উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের নিমিত্তে ই-ফাইল সিস্টেমে ব্যাংকের নথি নিষ্পত্তির সংখ্যা বৃদ্ধির বিষয়ে নির্দেশনা রয়েছে। এই উদ্দেশ্যে ১৩ এবং ১৪ ডিসেম্বর ২০২২ ই-ফাইল বিষয়ে এক দিনব্যাপী দুটি পৃথক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালাটি এবিটিআই এবং আইটি এন্ড এমআইএস ডিভিশনের যৌথ উদ্যোগে পরিচালিত হয় । প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ কর্মশালা পরবর্তী সময়ে তাদের নিজ নিজ ডিভিশন ও দপ্তরে ই–ফাইল সিস্টেমের মাধ্যমে নথি নিষ্পত্তি কার্যক্রম সম্পন্ন করবেন। এই কাজে আইটি এন্ড এমআইএস ডিভিশনের মাধ্যমে তাদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
প্রশিক্ষণার্থী হিসেবে অত্র ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশন ও সার্কেল অফিস এবং কর্পোরেট শাখার ৭৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। কোর্স সমন্বয়ের দায়িত্বে ছিলেন এবিটিআই-এর সহকারী মহাব্যবস্থাপক ও অনুযদ সদস্য মো. মিজানুর রহমান ও মনোয়ারা বেগম এবং আইটি এন্ড এমআইএস ডিভিশনের অফিসার (আইসিটি) উজ্জ্বল হোসেন।