অগ্রণী এক্সচেঞ্জ হাউজের ২০ বছর পূর্তিতে মিট দ্য রেমিটার অনুষ্ঠিত
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের হাই কমিশনার মো. তাওহিদুল ইসলাম (এনডিসি)। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। অগ্রণী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. মুরশেদুল কবীরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লেবার কাউন্সিলর মো. আতাউর রহমান,পাসপোর্ট উইংসের কাউন্সিলর এবং হেড অব চেন্সরি ওয়াসিমুল বারী, লেবার উইংসের ফার্স্ট সেক্রেটারি আহমেদ হোসেন ভুইঞা, সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতি জহিরুল ইসলাম, অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রা. লি.-এর সিইও এন্ড ডিরেক্টর আবু সুজা মোহাম্মদ শরীফুল ইসলাম এবং অপারেশন্স ম্যানেজার নেছার আহমেদ মিশুক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিজনেস চেম্বার এর নেতৃবৃন্দ, সিঙ্গাপুরের সকল স্তরের রেমিটারবৃন্দসহ ২০২১ সালে সর্বোচ্চ সংখ্যক রেমিট্যান্স প্রেরণকারী পুরস্কারপ্রাপ্ত ১৫ জন রেমিটার।
প্রধান অতিথির বক্তৃতায় হাই কমিশনার মো. তাওহিদুল ইসলাম প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন সুযোগ, সুবিধার কথা উল্লেখ করে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য অনুরোধ জানান। বিশেষ অতিথির বক্তৃতায় অগ্রণী ব্যাংক চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত অর্থনীতির বর্তমান ও বৈশ্বিক পরিস্থিতির আলোকে বক্তব্য রেখে অগ্রণী ব্যাংকের মাধ্যমে আরো বেশি করে রেমিট্যান্স প্রেরণ করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে এমডি অ্যান্ড সিইও মো. মুরশেদুল কবীর অগ্রণী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণ করার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন- আপনারা অগ্রণী ব্যাংকের উপর আস্থা রাখায় অগ্রণী ব্যাংক রেমিট্যান্সে রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহের মধ্যে শীর্ষে এবং সকল ব্যাংকের মধ্যে ১০ (দশ) বছরের অধিককালব্যাপী দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। তিনি অগ্রণী রেমিটঅ্যাপ এবং স্মার্ট অ্যাপ ব্যবহার করার জন্যও প্রবাসীদের প্রতি অনুরোধ জানান। অগ্রণী ব্যাংকে কোন তারল্য সংকট নেই এবং অগ্রণীর সকল সম্পদ রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত বলে তিনি গ্রাহকদের আশ্বস্ত করেন।