দিনাজপুরে অগ্রণী ব্যাংকের কৃষি ঋণ বিতরণ
রংপুর সার্কেলাধীন দিনাজপুর অঞ্চলের সেতাবগঞ্জ শাখার উদ্যোগে কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর ২০২২ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সরকারি সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ মেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের নির্বাহী পরিচালক মো. আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক বাহারে আলম, সেতাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, পৌরসভার মেয়র মো. আসলাম। উপমহাব্যবস্থাপক ও দিনাজপুরের অঞ্চল প্রধান শাহানাজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সেতাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলমসহ ব্যাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সম্মানিত গ্রাহক ও কৃষকগণ উপস্থিত ছিলেন। ঋণ মেলায় দিনাজপুর অঞ্চলাধীন ১২টি শাখার ৫৩৫ জন ঋণগ্রহীতার অনুকূলে ৩৩৫.৭৭ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়।