প্রবাসীদের সম্মানে অগ্রণী এক্সচেঞ্জ হাউজ, সিঙ্গাপুরের ব্যতিক্রমধর্মী আয়োজন
‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ উদ্যাপন ও অগ্রণী ব্যাংক লিমিটেডের ‘উজ্জীবিত অগ্রযাত্রা-২০২২’ কর্মসূচীর অংশ হিসেবে সিঙ্গাপুরস্থ প্রবাসী রেমিটারদের সম্মানে সমুদ্র তীরবর্তী তোয়াস সাউথ ডরমেটরিতে ২০ ডিসেম্বর ২০২২ তারিখে মিট দ্য রেমিটার শীর্ষক সভা আয়োজন করে অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত, এমডি অ্যান্ড সিইও মো. মুরশেদুল কবীর, অগ্রণী এক্সচেঞ্জ হাউজ সিঙ্গাপুরের সিইও অ্যান্ড ডিরেক্টর আবু সুজা মোহাম্মদ শরীফুল ইসলাম এবং অপারেশন্স ম্যানেজার নেছার আহমেদ মিশুক।
অনুষ্ঠানে ড. জায়েদ বখ্ত বলেন, বৈধপথে রেমিট্যান্স পাঠালে দেশ ও পরিবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়। তিনি প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ প্রদান করেন। পাশাপাশি তিনি ব্যাংক ব্যবস্থার প্রতি আস্থা রাখার জন্য প্রবাসী গ্রাহকদের আহ্বান জানান। মো. মুরশেদুল কবীর প্রবাসীদের কষ্টার্জিত অর্থ অগ্রণী ব্যাংকের মাধ্যমে দেশে প্রেরণ করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আবু সুজা মোহাম্মদ শরীফুল ইসলাম প্রবাসীদের পাশে সবসময় থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সিঙ্গাপুরস্থ প্রবাসীরা ডরমেটরিতে এসে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।