ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অগ্রণী ব্যাংকের চুক্তি

রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল অংশগ্রহণ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ৪৯টি ব্যাংক। এ উপলক্ষে ৩০ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলামের কাছে চুক্তির কপি হস্তান্তর করেন। এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক রূবানা পারভীনসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.