রাজশাহীতে অগ্রণী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
অগ্রণী ব্যাংকের রাজশাহী ক্যান্টনমেন্ট শাখায় এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। ২৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। এসময় তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অগ্রণী ব্যাংক ভূমিকা পালন করছে। সাধারণ জনগণের দোরগোড়ায় সার্বক্ষণিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এটিএম বুথ বিশেষ অবদান রাখবে। দেশ ও জাতির সেবায় অগ্রণী ব্যাংক অতীতের চেয়ে আরও বেশি ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক মো. সামছুল হক, উপমহাব্যবস্থাপক বাবুল মুহরী, রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান মো. আব্দুল মজিদ, রাজশাহী ক্যান্টনমেন্ট শাখার ব্যবস্থাপক মো. হাতেম আলীসহ ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ গ্রাহকগণ উপস্থিত ছিলেন।