অগ্রণী ব্যাংকে ৫ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা
অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক ‘ডেভেলপমেন্ট অব লিডারশিপ কোয়ালিটি অব ব্রাঞ্চ ম্যানেজমেন্ট’ শীর্ষক ৫ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা ১২ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের পাশাপাশি ট্রেনিং সেশন পরিচালনা করেন। এসময় তিনি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকিং সেক্টরের ভূমিকা নিয়ে আলোচনা করেন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও মহাব্যবস্থাপক মো. আমিনুল হক। সভাপতিত্ব করেন উপমহাব্যবস্থাপক ও এবিটিআই-এর পরিচালক সুপ্রভা সাঈদ। কর্মশালায় অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেছেন।