ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

অগ্রণী ব্যাংকের শ্রেণীকৃত ঋণ আদায় বিষয়ক সেমিনার

অগ্রণী ব্যাংক লিমিটেডের শ্রেণীকৃত ঋণ আদায় ও ব্যবসা উন্নয়নের লক্ষ্যে ৬ মে ২০২৩ অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (এবিটিআই) রিকভারি এন্ড এনপিএ ম্যানেজমেন্ট ডিভিশন, প্রধান কার্যালয়, ঢাকা কর্তৃক আয়োজিত  দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন, এনডিসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ মুরশেদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক খোন্দকার ফজলে রশীদ। সেমিনারে বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, মো. আনোয়ারুল ইসলাম, শ্যামল কৃষ্ণ সাহা ও রেজিনা পারভীন এবং মহাব্যবস্থাপক (রিকভারি) এ কে এম শামীম রেজা। এ সময় মহাব্যবস্থাপকগণ, সকল সার্কেল ও কর্পোরেট শাখা প্রধানগণ এবং ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন। সেমিনারে পরিচালক বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন বলেন, খেলাপি ঋণ আদায়ের কোন বিকল্প নেই। এক্ষেত্রে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি আইনের সহায়তা নেওয়ার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও ভাল গ্রাহক যাচাই বাছাই করে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য সার্কেল প্রধানদের দিক নির্দেশনা দেন। পরিচালক খোন্দকার ফজলে রশিদ ২০২৩ সালে প্রদেয় ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও খেলাপী ঋণ আদায়ে আন্তরিক হবার জন্য সংশ্লিষ্ট সকলকে উদাত্ত আহ্বান জানান। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ মুরশেদুল কবীর বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে অগ্রণী ব্যাংকের অনেক অবদান রয়েছে। তিনি ব্যাংকের শ্রেণীকৃত ঋণ হ্রাস, আমানত বৃদ্ধির পাশাপাশি পরিচালন মুনাফা অর্জন ও গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.