অগ্রণী ব্যাংকে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

সিএমএসএমই খাতকে গতিশীল করার লক্ষ্যে অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ১৫ জুন ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ১৫ জুন ২০২৩ সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। এসময় তিনি অগ্রণী ব্যাংকের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নসহ নতুন উদ্যোক্তা তৈরি, সিএমএসএমই খাতে ঋণ বিতরণ এবং ঋণ আদায়ের উপর প্রশিক্ষণার্থীদের বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন। কর্মশালার সেশন পরিচালনা করেন মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো. আমিনুল হক। এসময় উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক ও এবিটিআই-এর পরিচালক মো. রেজাউল করিম।