আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে অগ্রণী ব্যাংকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে অগ্রণী ব্যাংক লিমিটেডের ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। ২৫ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ স্বাক্ষর অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহর সঙ্গে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃঞ্চ মন্ডল ও মো. আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি, যুগ্ম সচিব ও মন্ত্রণালয়ের এপিএ সমন্বয়কারী মাকসুমা আকতার বানু, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (সিআরও) মোহাম্মদ দীদারুল ইসলাম, এফসিএসহ মন্ত্রণালয় ও বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।