অগ্রণী ব্যাংকে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছে অগ্রণী ব্যাংক। ৫ আগস্ট ২০২৩ ঢাকার ধানমন্ডিস্থ আবাহনী মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অগ্রণী ব্যাংকের পরিচালক বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসি, মফিজ উদ্দীন আহমেদ, কাশেম হুমায়ূন, কে এম এন মঞ্জুরুল হক লাবলু, তানজিনা ইসমাইল ও মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। শ্রদ্ধা নিবেদন শেষে অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় পরিচালকবৃন্দ, উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, মো. আনোয়ারুল ইসলাম, শ্যামল কৃষ্ণ সাহা ও রেজিনা পারভীন, মহাব্যবস্থাপকগণ, উর্ধ্বতন নির্বাহীগণ, অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানগণ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকার বাইরে ব্যাংকের বিভিন্ন শাখা ও কার্যালয় স্থানীয় প্রশাসনের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচিতে অংশ নেন।