বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে অগ্রণী ব্যাংকে দোয়া মাহফিল
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে অগ্রণী ব্যাংকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ৮ আগস্ট ২০২৩ বাদ যোহর ব্যাংকের প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর, উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক এনামুল মাওলা, শামিম উদ্দীন আহমেদ ও মোহাম্মদ ফজলুল করিম, উর্ধ্বতন নির্বাহীগণ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের বিভিন্ন গুণাবলীর কথা তুলে ধরার পাশাপাশি বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।