ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

অগ্রণী ব্যাংকে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি.। ১৮ অক্টোবর ২০২৩ শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে ব্যাংকের পক্ষে সকাল ৭টায় বনানী কবরস্থানে শেখ রাসেলের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম। দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের নেতৃত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যূরালের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। উক্ত কর্মসূচিতে উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম ও মো. আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপকগণ, সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও শেখ রাসেল দিবস উদযাপনের  অংশ হিসেবে ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীর অংশগ্রহণে বিকেলে তাঁর জীবনীভিত্তিক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা শেখ রাসেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.