সেরা বার্ষিক প্রতিবেদনের জন্য জাতীয় পুরস্কার পেল অগ্রণী ব্যাংক পিএলসি.
সেরা বার্ষিক প্রতিবেদন ২০২২ উপস্থাপনের জন্য সরকারি মালিকানাধীন ব্যাংকসমূহের মধ্যে প্রথম স্থান অর্জনকারী অগ্রণী ব্যাংক পিএলসি. কে পুরস্কৃত করে গোল্ডেন আ্যওয়্যার্ড প্রদান করেছেন হিসাববিদদের সংগঠন দ্যা ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। গত সোমবার ৩০ অক্টোবর ২০২৩ তারিখে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে অগ্রণী ব্যাংককে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী’র হাত থেকে পুরস্কার গ্রহণ করেন অগ্রণী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। এ সময় অগ্রণী ব্যাংকের পরিচালক মো. শাহাদাত হোসেন, এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর, উপ-ব্যবস্থাপনা পরিচালক শ্যামল কৃষ্ণ সাহা এবং মহাব্যবস্থাপক (সিএফও) মোহাম্মদ দীদারুল ইসলাম, এফসিএ উপস্থিত ছিলেন।