ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলে অনুদান প্রদান করেছে অগ্রণী ব্যাংক পিএলসি

দেশের শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অগ্রণী ব্যাংক পিএলসি। অর্থের অভাবে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিশ্চিতকরনের লক্ষ্যে তাদেরকে উপবৃত্তি প্রদান ও শিক্ষার মানোন্নয়নে এই অনুদান দেয়া হয়।

১২জুন২০২৩ তারিখে অনুদানের ১৮ লক্ষ ১৩ হাজার টাকার পে অর্ডারটি ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব স্মৃতি কর্মকার এর হাতে তুলে দেন সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক জনাব আঞ্জুমানারা বেগম ও সহকারী মহাব্যবস্থাপক জনাব নীলাঞ্জনা চাকমা। এ সময়ে ট্রাস্ট এবং অগ্রণী ব্যাংক পিএলসি. এর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশকে নিরক্ষরতা মুক্ত করে শিক্ষার আলো ঘরেঘরে পৌঁছে দিতে অগ্রণী ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মো. মুরশেদুল কবীর ও মহাব্যবস্থাপক জনাব শামছুল আলমের তত্তাবধানে ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচী পরিপালনের উদ্দেশ্যে এ অনুদান প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.