শোক সংবাদ

অগ্রণী ব্যাংক পিএলসি., মহাব্যবস্থাপকের সচিবালয়, কুমিল্লা সার্কেল, কুমিল্লায় কর্মরত সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মোহাম্মদ হাসান জামিল, পিতা- মৃত হারুনুর রশিদ, ১৮/৬/২০২৪ তারিখ রাত ৯.৩৫ ঘটিকায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কর্তব্যরত চিকিৎসক স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে মর্মে অবহিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর ৬ মাস ১৭ দিন । তিনি মাতা, স্ত্রী, এক কন্যা, এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি অগ্রণী ব্যাংক পিএলসি. এ ২০০৬ সালে সহকারী প্রোগ্রামার হিসেবে যোগদান করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত নিজ দায়িত্বের প্রতি অবিচল থেকে ব্যাংকিং সেবা দিয়ে গেছেন। একজন সৎ, দক্ষ ও পরিশ্রমী কর্মকর্তাকে হারিয়ে অগ্রণী ব্যাংকের সকল নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন।