সহকারী মহাব্যবস্থাপক থেকে উপমহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেলেন ১৯ জন
১৩/০৬/২০২৪ তারিখে ব্যাংকের স্বার্থে অধিকতর অবদান রাখার লক্ষ্যে ১৯ জনকে উপমহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। তারা হলেন যথাক্রমে, আসমা জামান (শাখা প্রধান, উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখা, ঢাকা), ফয়েজ আহমদ (বিভাগীয় প্রধান, ফরেন রেমিটেন্স ডিভিশন, প্রধান কার্যালয়, ঢাকা), গোপাল চন্দ্র গাইন (অঞ্চল প্রধান, আঞ্চলিক কার্যালয়, যশোর), শাহ মোহাম্মদ বিল্লাল (শাখা প্রধান, ওয়াসা কর্পোরেট শাখা, ঢাকা), মো. তরিকুল ইসলাম (অঞ্চল প্রধান, আঞ্চলিক কার্যালয়, চুয়াডাঙ্গা), মো. মোকাররম আলী (শাখা প্রধান, সাহেব বাজার কর্পোরেট শাখা, রাজশাহী), হোসনে আরা খানম (মহাব্যবস্থাপকের সচিবালয়, ময়মনসিংহ সার্কেল, ময়মনসিংহ), ডা. ইন্দিরা চৌধুরী (এইচআর প্লানিং, ডিপ্লয়মেন্ট এন্ড অপারেশনস ডিভিশন (এইচআর), প্রধান কার্যালয়, ঢাকা), মো. আবদুল করিম সেখ (অঞ্চল প্রধান, আঞ্চলিক কার্যালয়, মুন্সীগঞ্জ), মো. মশিউর রহমান (অডিট কমপায়েন্স ডিভিশন (অভ্য:) প্রধান কার্যালয়, ঢাকা ), শিরীন আখতার (ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখা, ঢাকা), খন্দকার রিয়াজুল হাসান (অঞ্চল প্রধান, আঞ্চলিক কার্যালয়, গাজীপুর), মো. মশিউল ইসলাম (অঞ্চল প্রধান, আঞ্চলিক কার্যালয়, সাতক্ষীরা), মঞ্জুর হোসেন (অঞ্চল প্রধান, আঞ্চলিক কার্যালয়, মাদারীপুর), আলাউদ্দিন আহমেদ (অঞ্চল প্রধান, আঞ্চলিক কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া), মোহাম্মদ ফয়ছল মোর্শেদ (শাখা প্রধান, আগ্রাবাদ কর্পোরেট শাখা, চট্রগ্রাম), মো. মিজানুর রহমান সরকার (মহাব্যবস্থাপকের সচিবালয়, বরিশাল সার্কেল, বরিশাল), তাপস কুমার বিশ্বাস (মহাব্যবস্থাপকের সচিবালয়, খুলনা সার্কেল, খুলনা), বিধান চন্দ্র মল্লিক (অঞ্চল প্রধান, আঞ্চলিক কার্যালয়, গোপালগঞ্জ)।
পদোন্নতিপ্রাপ্ত সকলকে উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।