মৃত্যু বার্ষিকী

বাংলাদেশের ব্যাংকিং জগতের সবচেয়ে গণমুখি, কিংবদন্তী ব্যাংকার, বিশ্ববিদ্যালয় কর্মসংস্থান প্রকল্প (বিকল্প), বিকল্প ট্যাক্সি ও মিনি বাস প্রকল্প, শিক্ষা ঋণ প্রকল্প, আয় থেকে দায় শোধ প্রকল্প, ডক্টরস প্রকল্প, কনজুমার্স ক্রেডিট স্কীম, মাসিক সঞ্চয় প্রকল্প, দ্বিগুণ বৃদ্ধি আমানত প্রকল্প, তিনগুণ বৃদ্ধি আমানত প্রকল্প, ক্ষুদ্রঋণ প্রকল্প, ওমেন এন্টারপ্রেনার্স প্রকল্প, ভ্রমণ সুবিধা প্রকল্প, অগ্রীম মুনাফা ভিত্তিক প্রকল্প, পেনশন সঞ্চয় প্রকল্প, কৃষিঋণ প্রকল্পসহ বিভিন্ন গণমুখি প্রকল্পের উদ্যোক্ত ও প্রতিষ্ঠাতা, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক, ইসলামী ব্যাংক-এর সাবেক এমডি, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক প্রধান উপদেষ্টা, কর্মসংস্থান ব্যাংকের স্বপ্নদ্রষ্টা ও বাংলাদেশ ব্যাংক-এর সাবেক গভর্ণর প্রয়াত লুৎফর রহমান সরকারের ২৪ জুন ১১তম মৃত্যু বার্ষিকী। বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এমন সৎ, সৃজনশীল, জনকল্যাণে নিবেদিত ব্যাংকার আর দ্বিতীয়টি দেখা যায়নি। ভবিষ্যতেও পাওয়া যাবে কিনা বলা যায় না। যিনি এদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অগ্রবাহিনী যুব সমাজকে দ্বারে দ্বারে চাকরির জন্য ধর্ণা না দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে নিজ কর্মসংস্থানের জন্য শুধুমাত্র শিক্ষা জীবনের সার্টিফিকেট জমা দিয়ে ব্যাংক ঋণের ব্যবস্থা করে ইতিহাস সৃষ্টি করেছিলেন। আজ এই মহান ব্যক্তিত্বের ১১তম মৃত্যু বার্ষিকীতে হৃদয়োৎসারিত শ্রদ্ধা আর গভীর ভালবাসা জানাই। লুৎফর রহমান সরকার, তুমি চির স্মরণীয় বরণীয় ও অনুকরণীয়।