ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের ব্যবসায়িক মতবিনিময় সভা

অগ্রণী ব্যাংক পিএলসি’র রাজশাহী সার্কেলাধীন শাখাসমূহের শ্রেণীকৃত ঋণ হ্রাস ও ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদেয় ৫৮ দিনের বিশেষ পরিকল্পনা ‘উদ্দীপ্ত যাত্রা-২০২৪’ এর সফল বাস্তবায়নে ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর ২০২৪ বুধবার রাজশাহীর শাহ ডাইন কনভেনশন হলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম ও রিকভারি এন্ড এনপিএ ম্যানেজমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক এ কে এম শামীম রেজা। রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে সভায় রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট অঞ্চলের অঞ্চল প্রধানগণ, কর্পোারেট শাখা প্রধানগণ, ১৪৪ টি শাখার শাখা ব্যবস্থাপক এবং ইসলামিক ব্যাংকিং উইন্ডো শাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন। এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি খেলাপি ও শ্রেণীকৃত ঋণ হ্রাসকরণ, আমানত বৃদ্ধি, নতুন ঋণ প্রদান, রেমিট্যান্স আহরণ, পরিচালন মুনাফা অর্জন ও সর্বোচ্চ গ্রাহক সেবা প্রদানে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.