ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

সহকারী মহাব্যবস্থাপক পদে ৫১ জনের পদোন্নতি

২/১২/২০২৪ তারিখে ব্যাংকের স্বার্থে অধিকতর অবদান রাখার লক্ষ্যে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ ৫১ জনকে সহকারী মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদান করেছেন। তারা হলেন রোকন আহমেদ (শাখা প্রধান, ঠাটারী বাজার শাখা, ঢাকা), খোন্দকার শহীদ হায়দার (ইনফরমেশন টেকনোলজি এন্ড এমআইএস ডিভিশন (আইটি), প্রধান কার্যালয়, ঢাকা), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (প্রধান শাখা, ঢাকা), ফাতেমা আবেদীন (গুলশান কর্পোরেট শাখা, ঢাকা), মো. হাবিবুর রহমান (অডিট এন্ড ইন্সপেকশন ডিভিশন-২, প্রধান কার্যালয়, ঢাকা), মো. জাসাদ ইবনে ছালাবা (শাখা প্রধান, থানা রোড শাখা, বগুড়া), মুহাম্মদ আমিনুল হক ক্রেডিট পলিসি এন্ড রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, প্রধান কার্যালয়, ঢাকা), মোহাম্মদ আরিফুল ইসলাম (লালদীঘি পূর্ব কর্পোরেট শাখা, চট্টগ্রাম), সুব্রত রঞ্জন ঘোষাল সরকার (মহাব্যবস্থাপকের সচিবালয়, চট্টগ্রাম সার্কেল, চট্টগ্রাম), নাছিমা আক্তার (শাখা প্রধান, বাংলা একাডেমী শাখা, ঢাকা), মো. জহিরুল ইসলাম পাটোয়ারী (আঞ্চলিক কার্যালয়, নোয়াখালী), মো. শামছুল হক (আঞ্চলিক কার্যালয়, নারায়নগঞ্জ), মোহাম্মদ আব্দুল আউয়াল (সহকারী মহাব্যবস্থাপক ও একান্ত সচিব চেয়ারম্যান মহোদয়ের সচিবালয়, প্রধান কার্যালয়, ঢাকা), মোহাম্মদ শফিউল আলম (শাখা প্রধান, বাড্ডা শাখা, ঢাকা), মোহাম্মদ মতিউর রহমান (শাখা প্রধান, মুন্সিগঞ্জ শাখা, মুন্সিগঞ্জ), মো. শরিফুল ইসলাম (শাখা প্রধান, যশোর শাখা, যশোর), এস.এম. কায়ছারুল হক (অডিট কমপ্লায়েন্স ডিভিশন (ইন্টারনাল), প্রধান কার্যালয়, ঢাকা), মো. মইনুল হক চৌধুরী (শাখা প্রধান, সপ্তপদী শাখা, বগুড়া), মো. জিয়াউর রহমান (রমনা কর্পোরেট শাখা, ঢাকা ) ,মু. জহিরুল ইসলাম (প্রধান শাখা, ঢাকা) , মো. বায়েজিদ উল্লাহ (আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা), মো. মোস্তাফিজুর রহমান (এইচআর প্লানিং, ডিপ্লয়মেন্ট এন্ড অপারেশন্স ডিভিশন (পিডি), প্রধান কার্যালয়, ঢাকা (দুর্নীতি দমন কমিশনে প্রেষণে নিয়োগ)), মোহাম্মদ আবু কাউছার সরকার (শাখা প্রধান, চৌধুরীবাজার শাখা, ঢাকা), মোস্তাফিজুর রহমান (রিকভারী এন্ড এনপিএ ম্যানেজমেন্ট ডিভিশন, প্রধান কার্যালয়, ঢাকা), মো. নাদীম রেজা (শাখা প্রধান, ইসলামী বিশ^বিদ্যালয় শাখা, কুষ্টিয়া), মো. হাবিবুর রহমান (উত্তরা কর্পোরেট শাখা, ঢাকা ), নূরুন্ নাহার (এইচআর ট্রেনিং, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিভিশন, প্রধান কার্যালয়, ঢাকা), মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা (শাখা প্রধান, বাসাবো শাখা, ঢাকা ), মো. রাকিবুল ইসলাম (শাখা প্রধান, গাইবান্ধা শাখা, গাইবান্ধা), মোবারক হোসেন (শাখা প্রধান, মানিকগঞ্জ শাখা, মানিকগঞ্জ ), মাহমুদুল হাসান রাফি (আঞ্চলিক কার্যালয়, চাঁদপুর), গাজী আল-ইমরান (বনানী কর্পোরেট শাখা, ঢাকা ), মুহাম্মদ সাইফুল ইসলাম (রিকনসিলিয়েশন ডিভিশন, প্রধান কার্যালয়, ঢাকা), মীর মো. বায়েজীদ হোসেন (অগ্রণী এক্সচেঞ্জ হাউজ (প্রা.) লিমিটেড, সিঙ্গাপুর), অনামিকা ভৌমিক (শাখা প্রধান, রায়ের বাজার শাখা, ঢাকা), এস এম মশিউর রহমান (আঞ্চলিক কার্যালয়, ঢাকা উত্তর অঞ্চল, ঢাকা), সায়েদা নাসরিন (আমিন কোর্ট কর্পোরেট শাখা, ঢাকা), এস. এম আহসান হাবিব সরকার (শাখা প্রধান, বদরগঞ্জ শাখা, রংপুর), শেখ আবুল আশেক (আঞ্চলিক কার্যালয়, মুন্সিগঞ্জ), মো. রাজিবুল আলম (শাখা প্রধান, সাতক্ষীরা শাখা, সাতক্ষীরা), মুহাম্মদ মেহেদী হাসান (ল’ ডিভিশন, প্রধান কার্যালয়, ঢাকা), মো. ওয়াজেদ আলী খান (শাখা প্রধান, আব্দু হামিদ রোড শাখা, পাবনা), শাহনাজ শারমিন (আঞ্চলিক কার্যালয়, ঢাকা উত্তর অঞ্চল, ঢাকা), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (শাখা প্রধান, মৌচাক শাখা, ঢাকা), সুমন চন্দ্র কর্মকার (মহাব্যবস্থাপকের সচিবালয়, ময়মনসিংহ সার্কেল, ময়মনসিংহ ), মো. মোশারফ হোসেন (শাখা প্রধান, নারিন্দা শাখা, ঢাকা), মনির হোসেন (শাখা প্রধান, কাপাসিয়া শাখা, গাজীপুর), মো. আলা উদ্দীন (শাখা প্রধান, মনোহরপুর শাখা, কুমিল্লা), মো. আহসান হাবীব মুকুল (ক্লে রোড কর্পোরেট শাখা, খুলনা ), মাহফুজুর রহমান খান (বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখা, ঢাকা), মো. জাহিদুল ইসলাম (শাখা প্রধান, এসএসএমসি ও মির্টফোর্ট হাসপাতাল শাখা, ঢাকা) ।
মহাব্যবস্থাপক মো. আমিনুল হক পদোন্নতিপ্রাপ্ত নির্বাহীগণের উত্তরোত্তর মঙ্গল কামনা করেছেন এবং ব্যাংকের কল্যাণার্থে তাদের সর্বোত্তম প্রচেষ্টা নিয়োজিত থাকবে এ আশা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.