ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

অগ্রণী ব্যাংকের ফরিদপুর অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অগ্রণী ব্যাংক পিএলসি’র ফরিদপুর সার্কেলাধীন ফরিদপুর অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার ফরিদপুরে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার। ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক রুহিয়া আখতার, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক জাহানারা বেগম, প্রধান কার্যালয়ের পাবলিক রিলেশনস ডিভিশনের উপমহাব্যবস্থাপক শাহনাজ চৌধুরী, রূরাল ক্রেডিট ডিভিশনের উপমহাব্যবস্থাপক এ এন এম আলী হায়দার, ব্রাঞ্চ সাবসিডিয়ারিজ এন্ড ইউনিট কন্ট্রোল ডিভিশনের উপমহাব্যবস্থাপক সাঈদা ফাতেমা, ফরিদপুর অঞ্চলের অঞ্চল প্রধান মো. মহিদুর রহমান, উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা, কর্মচারীগণ। মূল প্রতিযোগিতায় নির্বাহী, কর্মকর্তা, কর্মচারীগণ দৌড়, রিলে দৌড়, পিলো পাসিং, মিউজিক্যাল চেয়ারসহ বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন। বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.