জাতীয় শোকের মাসে অগ্রণীর বৃক্ষরোপন কর্মসূচি
১৫ আগস্ট ২০২০ জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক ব্যাংক সমূহের প্রতিটি শাখায় ১০ টি করে বৃক্ষরোপণ করার নির্দেশনা দেয়া হয়। এরই ধারাবাহিকতায় মতিঝিলস্থ প্রধান শাখা প্রাঙ্গণে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম বৃক্ষরোপণ করেন, এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান, মো. রফিকুল ইসলাম এবং মহাব্যবস্থাপকবৃন্দ মো. মনোয়ার হোসাইন এফসিএ, মাহমুদুল আমীন মাসুদ, মো. মোজাম্মেল হোসেন সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।