ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

পদোন্নতি পেলেন ৩২ জন নির্বাহী

৮/৬/২০২৩ তারিখে ৮ জন উপমহাব্যবস্থাপক এবং ২৪ জন সহকারী মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। উপমহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত নির্বাহীর নাম ও বদলীকৃত কর্মস্থল যথাক্রমে মোহাম্মদ শাহ জালাল (অঞ্চল প্রধান, বরিশাল), মোঃ আনোয়ারুল আজিম (শাখা প্রধান, আগ্রাবাদ জাহান ভবন কর্পোরেট শাখা, চট্টগ্রাম), খোন্দকার লুৎফুল কবীর (মহাব্যবস্থাপকের কার্যালয়, চট্টগ্রাম), মোঃ মিজানুর রহমান (আইটিএন্ড এমআইএস ডিভিশন, প্রধান কার্যালয়), দীপক চন্দ্র বড়াল (শাখা প্রধান, হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্পোরেট শাখা), আতিকুর রহমান খান (অঞ্চল প্রধান, মাদারীপুর অঞ্চল), মোঃ নাজিম উদ্দিন (অঞ্চল প্রধান, ঢাকা উত্তর অঞ্চল, ঢাকা), শামীম উদ্দিন জোয়ার্দ্দার (অঞ্চল প্রধান, চুয়াডাঙ্গা)। সহকারী মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত নির্বাহীর নাম ও বদলীকৃত কর্মস্থল যথাক্রমে সজল সাহা (শাখা প্রধান, সেনপাড়া শাখা, ঢাকা), কাজী ফাতেমা বেগম (শাখা প্রধান, আইসিডিডিআরবি শাখা, ঢাকা), মাহবুব রায়হান আহমেদ (শাখা প্রধান, ইমামগঞ্জ শাখা, ঢাকা), সবুজ কুমার দত্ত (আগ্রাবাদ জাহান ভবন কর্পোরেট শাখা, চট্টগ্রাম), আফরোজা মুকুল (ঢাকা দক্ষিণ অঞ্চল, ঢাকা), শিশির বরণ রায় (শাখা প্রধান, রাজগঞ্জ কর্পোরেট শাখা, কুমিল্লা), আশীষ কুমার দেব (শাখা প্রধান, বনরূপা শাখা, চট্টগ্রাম), কাজী আনিসুর রহমান (শাখা প্রধান, মাদারীপুর শাখা, মাদারীপুর), এ. টি. এম ফারুকুজ্জামান ভুঁইয়া (তেজগাঁও শিল্প এলাকা কর্পোরেট শাখা, ঢাকা), মুঃ আব্দুর রহমান (বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা, ঢাকা), মোবারক হোসেন (শাখা প্রধান, ছোটবাজার শাখা, ময়মনসিংহ), খন্দকার জাহিদ আহম্মেদ (সাহেব বাজার কর্পোরেট শাখা, রাজশাহী), মোঃ তানভীর ইসলাম (বি, ওয়াপদা কর্পোরেট শাখা, ঢাকা), মোঃ হাসান তারেক (আঞ্চলিক কার্যালয়, রাজশাহী), উত্তম কুমার বিশ্বাস (শাখা প্রধান, সদর রোড শাখা, বরিশাল), মোঃ আনোয়ার হোসেন (মৌলভীবাজার কর্পোরেট শাখা, ঢাকা), কাইয়ুম মিয়া (আঞ্চলিক কার্যালয়, গাজীপুর), রাজীব চন্দ (শাখা প্রধান, টাঙ্গাইল শাখা), মোঃ মাহবুবুর রহমান চৌধুরী (শাখা প্রধান, চকবাজার শাখা, ঢাকা), মোহাম্মদ আনোয়ার হোসেন (সেন্ট্রাল একাউন্টস্ ডিভিশন, প্রধান কার্যালয়), আক্তার জাহান বেগম (এইচআর ডিসিপ্লিন, গ্রিভেন্সেস এন্ড আপীল ডিভিশন, প্রধান কার্যালয়), মোঃ জমসেদ আলম (মহাব্যবস্থাপকের সচিবালয়, রংপুর সার্কেল), মূদ্রা চাকমা (শাখা প্রধান, খাগড়াছড়ি শাখা) এবং বিশ্বজিৎ রায় (শাখা প্রধান, মালদহপট্টি শাখা, দিনাজপুর)। পদোন্নতি প্রাপ্ত সকলকে ব্যাংকের পক্ষ হতে অভিনন্দন জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.