ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

এজিএম পদে ৫৫ জনের পদোন্নতি ও পদায়ন

অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের অফিস আদেশ নং- এইচআরপিডিওডি/ওসিএস-১/৩৯৭/২০২১ তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২১ ইং মোতাবেক ৫৫ জন সিনিয়র প্রিন্সিপাল অফিসারকে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে পদোন্নতি প্রদান পূর্বক নতুন কর্মস্থলে পদায়ন করেন। পদোন্নতিপ্রাপ্তরা হলেন ফাতেমা বেগম (নর্থ সাউথ রোড শাখা), উজ্জল কুমার দত্ত (আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর), মো. মোশাররফ হোসেন (খানজাহান আলী রোড শাখা, খুলনা), অজয় বড়ুয়া (বাণিজ্যিক এলাকা কর্পোরেট শাখা, চট্টগ্রাম), মো. মোফাজ্জল হোসেন ভূঁঞা (আঞ্চলিক কার্যালয়, ঢাকা উত্তর), মোহাম্মদ সিরাজুল ইসলাম (রাঙ্গামাটি শাখা), মোহাম্মদ আলতাফ হোসেন তালুকদার (গ্রীন রোড কর্পোরেট শাখা, ঢাকা), মো. মনির হোসেন (ইনফরমেশন টেকনোলজি এন্ড এমআইএস ডিভিশন), কানিজ ফাতেমা (ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ফরেন কারেন্সি ডিভিশন), পিকেএম মনিরুজ্জামান ( বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা), মো. গোলাম মোস্তফা (আগামসিলেন শাখা, ঢাকা), বদিউজ্জামান সোহেল ( তেজগাঁও শিল্প কর্পোরেট শাখা), তৌকির আহমদ (চৌধুরী বাজার শাখা, ঢাকা), মো. সামিউল হক (ইনফরমেশন টেকনোলজি এন্ড এমআইএস ডিভিশন), মো. শাহাদত হোসেন (জয়পুরহাট শাখা), মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী (অগ্রণী ইক্যুইটি এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড), ফজল মো. নাজম-উস-সাকিব (প্রধান শাখা, ঢাকা), মো. নাজমুল হোসেন (ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ফরেন কারেন্সি ডিভিশন), মো. হুসাইন জাকী (ইমামগঞ্জ শাখা), মো. আব্দুল মজিদ (মহাব্যবস্থাপকের সচিবালয়, রংপুর সার্কেল), মো. হাসান সারোয়ার (বাবুরহাট শাখা, নরসিংদী), মো. মশিউর রহমান (চন্দ্রগঞ্জ শাখা, লক্ষ্মীপুর), মোহাম্মদ দেলোয়ার হোসেন (গুলশান কর্পোরেট শাখা), মো. আবুল হাশেম (কক্সবাজার শাখা), প্রশাদ কান্তি লাহিড়ী (কালিবাড়ী শাখা, সিরাজগঞ্জ), মো. মিজানুর রহমান (টঙ্গী শাখা, গাজীপুর), মো. হারুন-অর-রশিদ (জামালপুর শাখা), মোহাম্মদ শামছুর রহমান (অডিট এন্ড ইন্সপেকশন ডিভিশন-১), মো. মশিউর রহমান (মালদহপট্টি শাখা, দিনাজপুর), পংকজ কুমার নাথ ( ভোলা শাখা), মাহবুবুর রহমান (মনোহরপুর শাখা, কুমিল্লা), কেবিএম রাজিবুল হাসান (রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন), লিপিকা রানী মিস্ত্রী (রিকভারি এন্ড এনপিএ ম্যানেজমেন্ট ডিভিশন), মো. আজিজুর রহমান খান ( সেন্ট্রাল একাউন্টস ডিভিশন), মোহাম্মদ রোকুনুজ্জামান (হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্পোরেট শাখা), সৈয়দ হাফিজুর রহমান (বটতলা শাখা, বরিশাল), আলমগীর হোসেন (বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা, ঢাকা), মো. আব্দুল কাইয়ুম (গুলশান কর্পোরেট শাখা), মো. আবু জাফর ( পোস্তা শাখা, ঢাকা), মো. আবু সালেহ (পুরানা পল্টন কর্পোরেট শাখা), এম এইচ জগলুল পাশা (চুয়াডাঙ্গা শাখা), জিএম সিরাজুল ইসলাম (স্যার ইকবাল রোড কর্পোরেট শাখা, খুলনা), গোলাম মর্তুজা হাসান (সিংগাইর শাখা, মানিকগঞ্জ), আবু আনাস ইবনে হক ( ট্রেজারি ডিভিশন), মুহাম্মদ আলী মিঞা (বন্দর শাখা, চট্টগ্রাম), আফজাল হোসেন (বনানী কর্পোরেট শাখা, ঢাকা), এবিএম মিজানুর রহমান (ব্রাঞ্চ এন্ড সাবসিডিয়ারিজ/ইউনিট কন্ট্রোল ডিভিশন), সালাউদ্দিন মুন্সী (ঠাটারী বাজার শাখা, ঢাকা), মো. আবদুল ওয়াহাব (রামপুরা টিভি শাখা, ঢাকা), আগা আজিজুল ইসলাম চৌধুরী (জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা), মো. জাহাংগীর কবীর (নড়াইল শাখা), মো. মাহবুবুর রহমান (কমলাপুর শাখা, ঢাকা), ফয়সাল আহমেদ (উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখা), মোহাম্মদ মাঈনুদ্দীন (ফরাশগঞ্জ শাখা, ঢাকা), মো. গোলাম মঈনউদ্দিন ভূঞা (সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন শাখা, নারায়ণগঞ্জ)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.